লালমনিরহাটের হাতীবান্ধা থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায়কে (২৬) কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিষ্ণু চন্দ্র রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী এলাকার শ্রী মানিক চন্দ্রের ছেলে। র্যাব জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি বিষ্ণুর বড় ভাইয়ের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিষ্ণু চন্দ্র রায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে।
একপর্যায়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভুক্তভোগী তার বাবার বাড়িতে চলে যান। পরে ৫ জুলাই সকাল ১০টার দিকে বিষ্ণু ও তার কয়েকজন বন্ধুসহ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে কুড়িগ্রাম সদর উপজেলার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মামলা করেন।