ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ান আহামেদকে মঙ্গলবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। শ্রীপুর উপজেলার মুলাইদ থেকে শিশুটি উদ্ধার করে র্যাব-১ গাজীপুর ও র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন- সোনালী আক্তার শিরিন, মো. রাজু কবিরাজ, মো. লিটন মিয়া ও লাভলী বেগম। গতকাল র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সায়ান ঠাকুরগাঁও জেলা ভুল্লী থানার মোজাবর্নী গ্রামের মোসাম্মৎ হাসি আক্তার ও মো. শিমুল ইসলাম দম্পতির সন্তান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ মার্চ দুপুর ২টার দিকে দুই মাস ১৭ দিন বয়সি ওই শিশুকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুকে হাসপাতালের ওয়ার্ডের ভিতর অপরিচিত এক নারীর কাছে দিয়ে ওয়াশরুমে যান। ফিরে এসে ওই নারী ও সন্তান সায়ানকে খুঁজে পাননি তারা। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় শিশুটির বাবা মো. শিমুল ইসলাম অপহরণ মামলা করেন। প্র্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের থানা পুলিশে হস্তান্তর ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।