রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে নাটোর লালপুরে রায়হান নামে এক যুবকের খামারে ৪৯০০ কোয়েল পাখির মৃত্যুও অভিযোগ উঠেছে। উপজেলার পশ্চিম ডেবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবু রায়হান (৩৫) বলেন, তার খামারে তিন দিনের ব্যবধানে রাণীক্ষেত রোগে এসব কোয়েল পাখি মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, প্রাথমিকভাবে এ রোগকে ‘রাণীক্ষেত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি এক ধরনের সংক্রামক ভাইরাস। যা খামারের ভিতর দ্রুত ছড়ায়। আবু রায়হান বলেন, ৭ মার্চ থেকে খামারে শুরু হয় বিপর্যয়। হঠাৎ কিছু পাখি ঝিমিয়ে পড়ে ও মারা যেতে থাকে।
উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করলে চিকিৎসকের পরামর্শে ওষুধ প্রয়োগ করলেও পাখিগুলোর শেষরক্ষা হয়নি। শুধু ১০০ পাখি বেঁচে আছে। তিনি আরও বলেন, এ খামার গড়ে তুলতে প্রায় ৫-৬ লাখ টাকা বিনিয়োগ করেছি। যা বিভিন্ন জনের কাছ থেকে ধার নিয়েছিলাম। পাখি বিক্রির মাধ্যমে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও এখন দুশ্চিন্তায় আছি।