বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ছৈয়দ করিম নামে যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের আযষুর রহিম কোম্পানির রাবার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই এলাকা দিয়ে কয়েকজন যাওয়ার সময় অস্ত্রসহ ছৈয়দ করিমকে দেখে ফেলেন স্থানীযরা। এ সময় ডাকাত সন্দেহে তাকে আটক করেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।