চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার লালচান চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। পলাশ ওই এলাকার আবদুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ তার বাড়িতে নতুন ঘর তৈরি করেছেন। সকাল ১০টার দিকে বৈদ্যুতিক মোটর দিয়ে সেখানে পানি দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।