মাইজদীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে শহরের হাউজিং এলাকা থেকে অপহৃত ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাসুদ (২২) সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ২৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয় ওই ছাত্রী। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি জিডি করে তার পরিবার। পরে গতকাল ভোরে শহরের হাউজিং এলাকায় বোনের বাসার কাছে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় অপহরণকারীরা। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে। ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।