কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার আসামিরা হলেন- কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকার বাসিন্দা মহসিন(৩২), আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার সালাহ উদ্দিন প্রকাশ রকি (৩০), শাসনগাছা দফাদার বাড়ির সোহাগ হোসেন (৩০),কালিয়াজুরি এলাকার সাইফুল ইসলাম (২৫) ও আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মারুফ আহমেদ (২৪)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ মে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিবাদীরা নিজেদের জাহির করার জন্য নগরের বিভিন্ন স্থানে ত্রাস সৃষ্টি করেন। তারা নিজেদের ত্যাগী ও ছাত্রদলের পদবঞ্চিত নেতা দাবি করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের লাগোয়া বিএনপি কার্যালয়ের সামনে ভীতিকর পরিস্থিতি তৈরি করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করেন। এরপর তারা দলীয় কার্যালয়ে আগুন দিয়ে দলীয় বিভিন্ন ডকুমেন্ট পুড়িয়ে দেন। মামলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকে সাক্ষী করা হয়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে আমরা পাঁচজনকে চিনতে পেরেছি। অন্যদের তদন্ত করে বের করতে হবে। আমরা চাই দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। ছাত্রদলের কোনও নেতা দলীয় কার্যালয়ে আগুন দিতে পারে না। এরা টোকাই শ্রেণির লোক।
বিডি প্রতিদিন/একেএ