মাগুরায় নাশকতার তিনটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের পারনান্দুয়ালী পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাগুরা সদর থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর রুবেলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি এক সময় ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
অভিযোগ উঠার পর থেকেই আত্মগোপনে ছিলেন রুবেল। সোমবার দিবাগত রাতে তিনি ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে মাগুরায় ফেরার সময় পারনান্দুয়ালী এলাকায় বাস থেকে নামামাত্র তাকে আটক করে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলাই বর্তমানে তদন্তাধীন। গ্রেফতারের পর তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা