চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দ বাড়ি এলাকার নুরুল আমিনের বাড়ির একটি বসতঘরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে নঈম উদ্দিন নয়ন (২০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নয়ন উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত তার সহকর্মীদের নিয়ে স্থানীয় নুরুল আমিনের নতুন পাকা ঘরে বৈদ্যুতিক কাজ করতে যায় নয়ন। একটি কক্ষে বৈদ্যুতিক কাজ শেষে সংযোগ লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। পরে তার সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন বলেন, হাসপাতালে আনার আগে ওই তরুণের মৃত্যু হয়। তার সহকর্মীদের ভাষ্যমতে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন বলেন, নিহতের সহকর্মীরা বলেছেন, ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আমরা তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/জামশেদ