গাইবান্ধার সুন্দরগঞ্জে রমজান উপলক্ষে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাব’র উদ্যোগে উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে তেল, ডাল, আলু, পিঁয়াজ, চিনি, সেমাই। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, দহবন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান, আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হাবের গাইবান্ধা প্রতিনিধি আহমাদ সালমান, সমাজসেবক ইদ্রিস আলী।