জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ নুর আলমের স্ত্রী খাদিজাকে চাকরি দিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহ. রাশেদুল ইসলাম। নুর আলম মারা যাওয়ার দুই মাস পর খাদিজা পুত্র সন্তান জন্ম দেন। শিশুসন্তান নিয়ে তার কষ্টে দিন কাটছিল। পরে সদর উপজেলা ও জেলা প্রশাসন তার সাহায্যে এগিয়ে আসে। সবশেষ অষ্টম শ্রেণি পাস খাদিজাকে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে ছাত্রীদের হোস্টেলে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। ভিসির কক্ষে তাকে চাকরি দেওয়ার সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আশরাফুল হক রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ২০ জুলাই পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হন নুর আলম। তার অসহায় স্ত্রীকে অস্থায়ীভিত্তিতে ছাত্রী হোস্টেলে চাকরি দেওয়া হলো।