ঝিনাইদহ জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে ভাঙচুর ও লুটপাটের মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠান ওষুধ ফার্মেসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গতকাল আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, গত ২৯ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনার পলায়নের পর ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামানের ফার্মেসি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।