নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। গতকাল নিমাই কাশারী এলাকার মল্লিক এগ্রো ফুড কারখানায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। অন্যদিকে মৌচাক ইউটার্ন থেকে সকালে পলিথিন বোঝাই একটি কাভার্ড ভ্যানসহ রফিক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।