দুই মাসের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে জনবহুল এলাকা থেকে আবার একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৫০-৩০০ পরিবার। ফুলবাড়ী উপজেলার শিবনগর পুরাতনবন্দর এলাকার মেইন সড়কের পাশে একটি পোল থেকে গতকাল ভোরে এ চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকায় একটি ট্রান্সফর্মার চুরি হয়েছিল। স্থানীয়রা জানান, পুরাতন বন্দর এলাকায় ভোররাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে লোডশেডিং মনে করেন স্থানীয়রা। সকালে জানতে পারেন ২৫০ কেভির ট্রান্সফর্মার চুরি হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন জানান, চুরি হওয়া ট্রান্সফর্মারটি ২৫০ কেভির যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুৎ সেবা পান। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করা হচ্ছে।