চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানানোর সময় নিচে পড়ে কায়ুম (২৩) ও তারেক (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার কায়ুম ও কসবা উপজেলার তারেক। তাঁদের মধ্যে কায়ুম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ডিসের তারের সঙ্গে জড়িয়ে চারজন নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কায়ুমের মৃত্যু হয়।
আহত বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যান।
বিডি প্রতিদিন/আশিক