গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া থেকে তাকে আটক করা হয়। তার নাম মো. রিপন ওরফে ফরিদ (৪৩)। বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী। বাসন থানার ওসি কায়সার আহমদ বলেন, রিপন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, রিপন মঙ্গলবার ভোগড়া এলাকায় এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখায় ও দোকান বন্ধ করতে বলে। পরে এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।