নওগাঁর মান্দায় নিখোঁজের পাঁচ দিন পর ধান খেত থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিলে গতকাল লাশটি পাওয়া যায়। লাশটি নুরল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে আবদুল জব্বারের বলে শনাক্ত করেছেন স্বজনরা। আবদুল জব্বার গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ছোট ভাই মোজাহারুল ইসলাম বলেন, কশব ভোলাগাড়ী গ্রামের বুলবুল আহমেদের কাছে পাওনা টাকা নিতে শুক্রবার সকালে আবদুল জব্বার বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওসি মনসুর রহমান বলেন, লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ চলছে। সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।