কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ভুক্তভোগীর বসতঘরে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরদিন গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।