২৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে কাহারোল নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের নিয়ে র্যালি, কুরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচকদের আলোচনা, স্মৃতিচারণমূলক বক্তব্য ও কৃতি শিক্ষার্থীদরে সম্মাননা প্রদান, পরিচালকের বক্তব্য, ইসলামী গজল, ইসলামী গান, ইসলামী নাটক, নাত, কবিতা আবৃতিসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠান মিলন মেলায় পরিনত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী কাহারোল নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেনের আয়োজনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানটি কাহারোলের টিনএন্ডটি অফিস সংলগ্ন এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক হযরত মাওঃ মোঃ আশরাফ আলী ইনসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীরগঞ্জ বটতলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী, কাহারোল দারুস সালাম কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা রিয়াজুল ইসলাম, ঠাকুরগাঁও গোয়ালপাড়া মাদরাসার সিনিয়র মোহাদ্দেস হযরত মাওলানা মুফতী নূরন্নবী, সাতুল আহমাদ তাহফাজুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী ইব্রাহীম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দিনাজপুর জেলা শাখা এসিটেন্ট সেক্রেটারি ওমর ফারুক, সরঞ্জা দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র মোঃ মাহবুব আলম, কাহারোল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেনসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ