ঈদের আনন্দ ভাগাভাগি করতে বসুন্ধরা শুভসংঘ বন্ধুরা দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন। বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে প্রায় ১০০ জন অসহায় ও ছিন্নমূল মানুষকে খাবার দেওয়া হয়। অসহায় মানুষ ঈদের দিনে ভালো খাবার পেয়ে অনেক খুশি। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম, সহসভাপতি মোমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, কার্যকরী সদস্য শাকিল ইসলাম, জাকারিয়া জীবন, জিম প্রমুখ।