মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হানিফ আলী।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হানিফ আলী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়াারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের এই পুনর্মিলনী। তিনি এই পুনর্মিলনীর মাধ্যমে নেতা-কর্মীদের ঐক্যের এবং ভ্রাতৃত্বের ডাক দিয়েছেন।’
বিডি প্রতিদিন/জামশেদ