বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নছিমন উল্টে এক তরুণ নিহত হয়েছে। এছাড়াও আরও চার তরুণ আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের আলাউদ্দিন বেপারীর বেকারীর সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত তামিম খান (১৮) উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী ওয়াসিম খানের ছেলে। আহতরা হলো-একই গ্রামের নয়ন মারামাতের ছেলে মেহেদী মারামাত (১৭), বুলবুল হাওলাদারের ছেলে রহমান হাওলাদার (১৮), কালাচাঁদ হাওলাদারের ছেলে ফরহাদ হাওলাদার (১৮) ও আনোয়ার হোসেন খানের ছেলে নাজমুল হোসেন খান (১৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে পাঁচ কিশোর নছিমন নিয়ে ঘুরতে বের হয়। দ্রুতগতির নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে চাঁপা পড়ে পাঁচ তরুণ। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ