ফরিদপুরের বোয়ালমারীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান নামের (১৮) এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় তরুণীর মা বাদি হয়ে মঙ্গলবার রাতে দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। ধর্ষক আব্দুর রহমান ও তার সহযোগী রাতুল বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের বাসিন্দা। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান ওই তরুনীকে (১৮) একই উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণী অজ্ঞান হয়ে গেলে পাশের এক বাড়ি নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করে ধর্ষক ও সহযোগী। তরুণীর চেতনা না ফিরলে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার জ্ঞান ফেরে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রশিদ ঈদের পরের দিন মঙ্গলবার সকালের দিকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভিকটিমকে উদ্ধার করে।
এ ঘটনায় তরুণীর মা বাদি হয়ে মঙ্গলবার রাতে দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করে। মামলা নম্বর-০১। মামলার পর মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। আসামিকে আজ বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের সহযোগী আসামি রাতুলকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শআ