গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে গতকাল অভিযান পরিচালিত হয়। এ সময় টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া বাদাম রোড এলাকায় আনাস ডেনিম প্রসেসিং ওয়াশিংসহ দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানা কর্তৃপক্ষকে জরিমানা করা হয় ৮০ হাজার টাকা।
এ ছাড়া প্রায় ১০০ ফিট লাাইন অপসারণ করা হয়েছে।