ভারতের তামিলনাড়ুর রাজ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৮ জন। সোমবার রাজ্যের টেনকাশি জেলার এই ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি বাস মাদুরাই থেকে সেনগোট্টাই যাচ্ছিল এবং অপরটি টেনকাশি থেকে কোভিলপত্তি রুটে যাচ্ছিল। সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীরা উদ্ধার কাজ করছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে মাদুরাই থেকে সেনগোট্টাই রওয়ানা দেওয়া বাসটির অতিরিক্ত গতি ছিল। তদন্তকারীরা ধারণা করছেন, অতিরিক্ত গতি ও বাসচালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ২৮ যাত্রীকে কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
দুর্ঘটনাটি তদন্তে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। তারা সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা যাচাই করছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, 'বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর আমাকে গভীরভাবে দুঃখিত করেছে। জেলা কালেক্টরকে আহতদের যথাযথ ও উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।'
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/এমই