দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ পোশাকে দিচ্ছে ৫০ শতাংশ মূল্যছাড়। এ অফারের আওতায় ক্রেতারা ঢাকার ভেতর ও বাইরে অবস্থিত মোট ১৫টি আউটলেট থেকে কেনাকাটার সুযোগ পাবেন।
এছাড়া প্রতিষ্ঠানটির ই-কমার্স ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও এই ডিসকাউন্টে পণ্য ক্রয় করা যাবে। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিত সময়ের জন্য চালু এ অফারে সর্বশেষ সংগ্রহের বিভিন্ন পোশাক অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়ের আওতায় রয়েছে মেনস, উইমেনস, বয়েজ, গার্লস ও কিডস ক্যাটাগরির পোশাক। পুরুষদের জন্য রয়েছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, ফরমাল শার্ট, বটম, পাঞ্জাবি, কটি, পলো ও টি-শার্ট। নারীদের জন্য থাকছে টু-পিস, থ্রি-পিস, বটম, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস ও টি-শার্ট।
বয়েজদের জন্য রয়েছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জাম্পসুট, টু-পিস, বটম, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টি-শার্ট। আর গার্লসদের জন্য থাকছে টু-পিস, থ্রি-পিস, বটম, ফ্রক, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্ট। এছাড়াও ছেলে শিশুদের জন্য আছে পলো শার্ট, টি-শার্ট, শার্ট আর মেয়ে শিশুদের জন্য থাকবে ফ্রক, টপস ও থ্রি-পিস।