শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমে গোল করে লিড নিয়েছিল। প্রথমার্ধে খেলা ১-১ গোলে সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেই হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের মেয়েদের।
বাংলাদেশকে ৬-১ ব্যবধানে হারিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। ফলে ‘যদি-কিন্তু’ সমীকরণের ওপর তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।
কেননা আট গ্রুপের রানার্স আপদের মধ্যে যারা শীর্ষ তিনে থাকবে তারা মূল পর্বে খেলার সুযোগ পাবে। ম্যাচ শেষে প্রতিবেদন লেখা পর্যন্ত শীর্ষ তিন দলের মধ্যেই আছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে শীর্ষে থাকা তিন দল হচ্ছে-জর্ডান, চাইনিজ তাইপে ও বাংলাদেশ। জর্ডানের +১১ গোল ব্যবধানের বিপরীতে চাইনিজ তাইপে ও বাংলাদেশের হচ্ছে +৭ এবং +৫।
বাংলাদেশের সামনে আজ সরাসরি মূল পর্বে খেলার সুযোগ ছিল। সেজন্য আজ প্রতিপক্ষের বিপক্ষে ড্র করলেই হতো। তবে বাংলাদেশ যেন ড্র নয়, জয়ে স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশাল ব্যবধানে হেরে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। প্রথমার্ধে খেলা ১-১ গোলে সমতায় ছিল।
বিরতির পরেও নিজের বীরত্ব দেখান স্বপ্না। ৪৭ মিনিটে কর্নারের বিনিময়ে বাংলাদেশকে গোল হজম করা থেকে বাঁচান তিনি। তবে ফিরতি মিনিটে জাল অক্ষত রাখতে পারেননি তিনি। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলের লিড এনে দেন অধিনায়ক চো হাইইয়ং। ১২ মিনিট পর দলকে আরেকবার আনন্দে ভাসান দক্ষিণ কোরিয়ার অধিনায়ক। হাই লাইন্স ডিফেন্সে খেলা বাংলাদেশের অফসাইড ফাঁদকে ফাঁকি দিয়ে ৬০ মিনিটে বক্সের মধ্যে সতীর্থর লং পাস ধরে স্বপ্নাকে পরাস্ত করেন হাইইয়ং।
৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে পরে আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। উল্টো রক্ষণভাগ সামলাতেই ব্যতিব্যস্ত ছিলেন আফঈদা খন্দকার-জয়নব রিতারা। শেষ পর্যন্ত ৬-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
বিডি প্রতিদিন/এমআই