গত ৩ আগস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত শাহবাগের বৃদ্ধা গোলাপীর সংবাদটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপরই গোলাপীর পাশে দাঁড়ালেন তিনি। তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সেই গোলাপীকে নগদ অর্থ প্রদান ও গলার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমন সহায়তা পেয়ে কেঁদে ফেলেন বৃদ্ধা গোলাপী। তিনি বলেন, ‘আমার কেউ নাই। আমাকে কোনো নেতা কোনো দিন সহযোগিতা করেননি। আমি দোয়া করি, আমার মাথায় যত চুল আছে তারেক রহমান ততদিন বেঁচে থাকুক।’ এ সময় তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলার ইচ্ছাও পোষণ করেন।
গত ৩ আগস্ট সংবাদমাধ্যমে ‘তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই তার বক্তব্য শোনেন গোলাপী’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ছাত্রদলের সমাবেশে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তার বক্তব্য গভীর মনযোগে শুনছিলেন গোলাপী। অনেক নেতাকর্মী যখন ছবি তোলায় ব্যস্ত, তখন তিনি হাসিমুখে স্ক্রিনের সামনে বসে উপভোগ করছিলেন প্রধান অতিথির বক্তব্য।
তখন গোলাপী জানিয়েছিলেন, বিএনপি ও তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে তার এই আগমন। তার চাওয়া দেশ-জাতির পাশাপাশি ছিন্নমূল মানুষের জন্য কাজ করবেন তারেক রহমান।
তিনি আরও বলেন, ‘তারেক রহমান যেন আমাদের দুঃখ-কষ্ট বোঝেন। আমরা যাতে চলে-ফিরে খেয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা যেন করে দেন। কাজকর্ম করে রাতে কয়টা ডালভাত পোলাপান নিয়ে খেয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা যেন করেন। দেখি এই নেতা আমাদের দেখেন কি না।’
বিডি প্রতিদিন/জুনাইদ