লক্ষ্মীপুরে গ্রাম পুলিশদের বার্ষিক সমাবেশ ও পোশাক বিতরণ করা হয়েছে। জেলার ৫টি উপজেলার ৫২০ জন গ্রাম পুলিশকে নতুন পোশাক বিতরণ করা হয়। একইসঙ্গে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৬ জনকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
সোমবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারি কমিশনার উম্মে সালমা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের সবচেয়ে দৃশ্যমান প্রতিনিধি হচ্ছে গ্রাম পুলিশ। সরকারের নীতি বাস্তবায়ন ও মাঠ পর্যায়ে সেবা দিতে সবার আগে আপনাদের প্রয়োজন। আপনাদের সহযোগিতায় আদর্শ সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠান শেষে কাজের স্বীকৃতি হিসেবে তোরাবগঞ্জ ইউনিয়নের ফারুক হোসাইন, চরগাজীর আজাদ উদ্দিন, করপাড়ার জাহাঙ্গীর আলম, হাজিরহাটের মুরাদ হোসেন, দত্তপাড়া মো. সোয়াইব ও ইছাপুর ইউনিয়নের মো. কাউছার হামিদকে পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ