মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের মুলজান এলাকার উন্মুক্ত স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দীঘি ইউনিয়নবাসী। সোমবার (১১ আগস্ট) দুপুরে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন মুলজান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোন্দকার আক্কাছ আলী, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মো. কাবুল উদ্দিন খান, মুলজান প্রগতি সংঘের সাবেক সভাপতি সানাউল হক টুলু, বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম জুয়েল, আনিসুর রহমান ফরহাদ, মশিউর রহমান বাবু, আতাউর রহমান, আমজাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে তিন ফসলী জমিতে ময়লার ভাগাড় স্থাপন করা হয়। এ সময় ভুক্তভোগীরা তিন ফসলী জমি রক্ষায় আন্দোলন সংগ্রাম শুরু করেন। পরে পৌর কর্তৃপক্ষ কৃষকদের মিথ্যা আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে তাদের জায়গা নিয়ন্ত্রণে নেয়।এরপর থেকে পৌর এলাকার সকল প্রকার বর্জ, হাসপাতালের অপরিশোধিত বর্জ সেখানে ফেলা হচ্ছে। খোলা জায়গায় ময়লা ফেলার কারণে এলাকাজুড়ে দুর্গন্ধে বসবাসের অযোগ্য পড়েছে। পরিবেশ রক্ষায় দ্রত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ