কুষ্টিয়ায় ইডিএলএমএস প্রকল্পের আওতায় সদর উপজেলায় চলমান ‘ডিজিটাল ভূমি জরিপের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা এবং জরিপ চলাকালীন ভূমি মালিকদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জোনাল সেটেলমেন্ট অফিসের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ইডিএলএমএস প্রকল্পের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মো. মোমিনুর রশীদ এবং কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জোনাল সেটেলমেন্ট অফিসার ফয়সাল বিন করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরে সফুরা ফেরদৌস প্রমুখ।
সেমিনারে সরকারি জমি উদ্ধারের উপর জোর গুরুত্বারোপ করা হয়। সেই সাথে ডিজিটাল ভূমি জরিপের কার্যক্রমে সকলকে সহযোগিতা করে নিজের জমি বুঝে নেওয়ার জন্য আহ্বান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই