ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীন এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৩-এর ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। পরীক্ষায় ৯১ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম ফলাফল ঘোষণা করেন। এ বছর সিজিপিএর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে করেছে সরকারি মাদরাসা এ আলিয়া ঢাকা, দ্বিতীয় স্থান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ঢাকা, তৃতীয় স্থান খুলনা আলিয়া কামিল মাদরাসা ও চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা। ১৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।