রাজধানীর কলাবাগানে একটি বাসার ফ্রিজ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাসলিমা আক্তার। গতকাল রাত সাড়ে ১০টার দিকে কলাবাগান ফাস্ট লেনের একটি ভবনের ছয় তলার বাসার ফ্রিজ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, লন্ডন কলেজের পাশের একটি ভবনে ওই ঘটনা ঘটেছে। ফ্লাটে নিহত নারী তাসলিমা ও তার স্বামী নজরুল ইসলাম দুই সন্তানসহ থাকতেন। এক সন্তানের বয়স ১৩ বছর, আরেকজনের বয়স তিন বছর। এ ঘটনার পর থেকে স্বামী নজরুল পলাতক। এর বেশি কিছু জানতে পারিনি। তদন্ত চলছে।
ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ওই নারীকে মেরে ডিপ ফ্রিজে রাখা হয়। পরে সন্তানরা মায়ের খোঁজ করলে তাদের বাবা নজরুল ইসলাম তাদের জানান, তোমাদের মা অন্য একটি জায়গায় গেছে। আমি তোমাদের মোহাম্মদপুরে ফুপুর বাসায় রেখে আসি। সন্তানদের তাদের ফুপুর বাসায় রাখার পর আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তিনিই (নজরুল) এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এদিকে পাওনা টাকা আনতে গিয়ে রাজধানীর জুরাইনে ছুরিকাঘাতে সজীব হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় গাড়ির ইঞ্জিন মিস্ত্রি। গতকাল বিকালে জুরাইন আদ-দ্বীন হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে। জানা গেছে, মুন্সিগঞ্জের শ্রীনগরের ইয়াদ আলীর ছেলে নিহত সজীব পোস্তগোলা এলাকায় থাকতেন।
ঢামেকের জরুরি বিভাগের পাশে অজ্ঞাত লাশ : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ১০১ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর বয়স আনুমানিক ৫৫। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রথমে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।