গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শেখ হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নামে পরিণত করার জন্য যা যা দরকার তা করার প্রস্তুতি নিয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই সে সফল হবে না। বিদেশ থেকে টাকা পাঠিয়েও তারা সেটা করতে পারবে না।
গতকাল রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৯ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, আমাদের একটা বিজয় হয়েছে, আরও একটা বড় বিজয় দরকার।
ছাত্র ফেডারেশনের জেলার সহসভাপতি সৌরভ সেনের সঞ্চালনায় ও সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার লিমা, জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার প্রমুখ।