স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি না মানলে চলতি বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ৬৪ জেলায় একযোগে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, বঞ্চিত সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি এবং বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশের গেজেট করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড. মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।