কাজের প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের পাচারকারী চক্রের হোতা আবদুল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি অন্তত ২৮ জনকে রাশিয়ার যুদ্ধে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১১ নভেম্বর বনানী থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।
এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নেপালে পালানোর সময় তামান্না জেরিন নামে আরেক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তাঁর পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।
জানা যায়, ইউরোপের উন্নত দেশে চাকরির স্বপ্ন দেখিয়ে রাশিয়ায় মানুষ পাঠাতেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল হাসান। তাঁর অন্যতম সহযোগী ছিলেন তামান্না জেরিন। তাঁর বাড়ি নরসিংদীর মরজাল মধ্যপাড়া গ্রামে।