রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
তিনি বলেন, যারা কিছুদিন আগে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন, পিআর–পিআর করে গলা ফাটিয়েছেন, আবার বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেছেন—তাদেরকে বলতে চাই, রাজনীতির নামে ধর্মকে পুঁজি করার চেষ্টা করবেন না।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাদারীপুর–৩ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন আরও বলেন, রাজনীতির মাঠে রাজনৈতিক ভাষায় কথা বলবেন। আমরা রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করব। বিএনপি মানুষের ভালোবাসা, দয়া, বিশ্বাস এবং ধানের শীষে আস্থা রেখেই ভোট প্রার্থনা করছে।
সমাবেশ শেষে তিনি স্থানীয় বাজারে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের খোঁজখবর নেন এবং সবার কাছে ভোট ও দোয়া চান।
বিডি প্রতিদিন/জুনাইদ