২ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগের মামলায় সাবেক বনসংরক্ষক ও মেঘনা বিল্ডার্সের ব্যবস্থপনা পরিচালক মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম জুয়েল রানার আদালত বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বাদীর আইনজীবী আজাদ রহমান জানান, গতকাল মামলাটিতে আসামির হাজির হওয়ার দিন ধার্য ছিল। আসামি হাজির না হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে বাদী রিয়াজ উদ্দিন ২০২০ সালের জানুয়ারিতে আসামি মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ মামলা করেন। চলতি বছরের ৬ অক্টোবর সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান ঘটনার সত্য আছে বলে প্রতিবেদন দাখিল করেন।