এবার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এস আর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস আর হেলথ কমপ্লেক্স। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগে বগুড়ায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নতুন স্বাস্থ্যসেবামূলক এ প্রতিষ্ঠান। গতকাল বেলা ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বনানী এলাকায় আনুষ্ঠানিকভাবে এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে। এস আর গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি গোলাম মো. সিরাজ বলেন, এস আর হেলথ কমপ্লেক্স প্রায় এক বিঘা জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে। এ প্রতিষ্ঠানে বার্ষিক আয়ের ৫০ ভাগ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
এদিকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গতকাল শেরপুর সদর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হযরত আলীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যাপক বিএমএর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক অধ্যাপক ডা. আবু নাসের।