নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)। বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ প্ল্যাটফর্মের উদ্বোধন করে।
আইএলও ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত এই জাতীয় সমন্বিত ডিজিটাল গেটওয়ের মাধ্যমে বিদেশগামী কর্মী, রিক্রুটমেন্ট এজেন্সি, বিএমইটি, টিটিসি, বিদেশি নিয়োগকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ অভিবাসন প্রক্রিয়ার সব পক্ষ এক প্ল্যাটফর্মে যুক্ত হবে। এর ফলে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি, সেবার মান ও তথ্যপ্রাপ্তি বাড়বে—কমবে দালালচক্রের প্রভাব এবং অভিবাসন ব্যয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি. ডেইপাক এলমার এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্স টুনন। এছাড়া বিভিন্ন দূতাবাস, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, জাতিসংঘ সংস্থা, রিক্রুটমেন্ট এজেন্সি, নিয়োগদাতা সংস্থার সংগঠন, শ্রমিক সংগঠন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘নিরাপদ, স্বচ্ছ এবং কার্যকর অভিবাসনের জন্য এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। দেশের জন্য তাদের অবদান উল্লেখযোগ্য। তাদের এই যাত্রা নিরাপদ, সুরক্ষিত এবং সম্মানজনক করার দায়িত্ব আমাদের। সময়ের সঙ্গে সঙ্গে আমরা এই প্ল্যাটফর্মে আরও নতুন ফিচার যুক্ত করতে পারব, যা শ্রমিক, নিয়োগকর্তা ও সরকার, সব পক্ষের জন্যই কাজে আসবে।’
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘ন্যায্য ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে গন্তব্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক শ্রম চুক্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, ওইপি গন্তব্যদেশসমূহের কাছে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি করবে, যা দীর্ঘমেয়াদে আরও বেশি সুযোগ সৃষ্টি করবে।’
অনুষ্ঠানটি শেষে বক্তারা আশা প্রকাশ করেন, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)-এর মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও ন্যায্য আন্তর্জাতিক শ্রম অভিবাসন নিশ্চিত করার পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
বিডি-প্রতিদিন/আশফাক