চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌটার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তিকে ‘গোপন চুক্তি’ অ্যাখ্যা দিয়ে এই চুক্তি জাতীয় স্বার্থবিরোধী বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সাইফুল হক বলেন, আন্তর্জাতিক দরপত্র ছাড়াই চট্টগ্রাম ও কেরানীগঞ্জে দুটি কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের গোপন চুক্তি করেছে বর্তমান সরকার, যা জাতীয় স্বার্থবিরোধী এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতার বাইরে।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণ বা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই; কোনো দলের রাজনৈতিক লক্ষ্য বা দেশি-বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগও নেই।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে উদ্ভূত উত্তেজনা ও উদ্বেগ মোকাবিলায় বর্তমান সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করে নির্বাচন পরিচালনা করতে হবে।