অবৈধ সিসা বার চালানোর অভিযোগে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর গুলশান থানার বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামে একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানার এসআই মাহমুদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর শনিবার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাবিবুর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেলিম প্রধানের সঙ্গে কারাগারে পাঠানো হয় রাকিবুল, সাদিকুল, তৌফিকুল, রিফাত, রবিউল, তাজবীর, মেহেদী ও সাইমুম ইসলামকে।
গতকাল এসব তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। জানা গেছে, ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। এরপরই ব্যাপক আলোচনায় আসেন সেলিম প্রধান। দুদক পরে অবৈধ সম্পদের আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে। দুদকের ওই মামলায় তার আট বছরের কারাদণ্ড হয়। ?দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান। ৫ আগস্টে রাজনৈতিক ?পট পরিবর্তনের পর গত জুনে আত্মপ্রকাশ করা বাংলাদেশ রিপাবলিক পার্টি-বিআরপির প্রধান উপদেষ্টা হন সেলিম প্রধান।