গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হন। গতকাল রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জেলা পুলিশ লাইনসের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। ঘাতক বাসটি চালকসহ আটক করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত ওসি তার প্রাইভেট কারটি রেখে গাজীপুর জেলা পুলিশ লাইনসের গেটসংলগ্ন দোকানে যান। পুলিশ লাইনের গেট বরাবর রাস্তা পার হয়ে উল্টো পাশে রাখা তাদের প্রাইভেট কারের কাছে যাওয়ার সময় গাজীপুরের চৌরাস্তা থেকে শিববাড়ীগামী ‘পথের সাথী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নওগাঁর ওসি (ডিবি) ও তার স্ত্রী গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওসিকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্ত্রী লতিফা জেসমিনকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।