আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা চিকিৎসক সমাজের জন্য আত্মমর্যাদা ও পেশাদারির ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। আসিফ নজরুলের ওই বক্তব্য ‘অসৌজন্যমূলক’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে আসিফ নজরুলের বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি তার সমালোচনা করেন তিনি।
ডা. রফিকুল ইসলাম বিবৃতিতে বলেন, ‘দেশব্যাপী কর্মরত চিকিৎসক সমাজকে নিয়ে ড. আসিফ নজরুলের বক্তব্যে গোটা চিকিৎসক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি ঢালাওভাবে চিকিৎসকদের ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দিয়েছেন এবং পেশার সততা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা শুধু অযৌক্তিকই নয়; চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারির ওপর সরাসরি আঘাত।’ বিএনপির এই নেতা বলেন, ‘যে দেশে এখনো বাবা-মা তাদের সন্তানকে সবার আগে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন সে দেশে তার এমন অনাকাঙ্ক্ষিত বক্তব্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে। দায়িত্বশীল একটি পদে থেকে কতিপয় ব্যক্তির দায় সমগ্র চিকিৎসক সমাজের ওপর দেওয়াটা অনভিপ্রেত ও নিন্দনীয়। চিকিৎসকরা তাদের সীমাহীন শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। করোনাভাইরাস মহামারির সময় জীবনবাজি রেখে চিকিৎসক, নার্সসহ এ পেশায় যুক্ত সবার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
ডা. রফিকুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত পরীক্ষা দেওয়া হয় দাবি করে ড. আসিফ নজরুল বিদেশে চিকিৎসা গ্রহণকে রীতিমতো প্রচারণা করলেন। যেসব চিকিৎসক পার্শ্ববর্তী দেশগুলোতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আসেন তাদের থেকে জানা যায়, সেসব দেশেও নতুন কোনো ওষুধ বাজারজাতের সময় চিকিৎসকদের মধ্যে বিজ্ঞাপন করা হয়। পার্শ্ববর্তী দেশের তুলনা এনে তিনি পরোক্ষভাবে সে দেশের ব্র্যান্ডিং করে আমাদের সে দেশের তাঁবেদার বানানোর চেষ্টা করলেন কি না- সে প্রশ্ন জনমনে থেকেই যায়।’