বরিশালে ইয়াবা, ধারালো অস্ত্র, টাকাসহ ইউপি সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর তিন সহযোগীকেও আটক করা হয়। গতকাল সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশ। তিনি একই ওয়ার্ডের সদস্য।
আটক ব্যক্তিরা হলেন ইউপি সদস্য রাসেল হাওলাদার (৩৮), লামছড়ির রুবেল সর্দার (৪০), উত্তর লামছড়ির সালম চৌকিদার (৩৫) ও তালতলী বাজারের আলামিন মোল্লা (২৮)। ডিবির পরিদর্শক ছগির হোসেন জানান, একাধিক মামলার আসামি ইউপি সদস্যসহ চারজনকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান। আটকদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা, ছয়টি রামদা ও মাদক বিক্রির ৬ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিবি জানিয়েছে, প্রায় দেড় যুগ ধরে রাসেল মাদক ব্যবসায় জড়িত। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করেন তিনি। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।