সপ্তাহের প্রথম দিনে বেশির ভাগ প্রতিষ্ঠানের দর কমায় সূচকের পতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ার। বিপরীতে দাম কমেছে ২৪৭টির। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে বাজারটিতে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৬৪ টাকা।
আগের কার্যদিবসে লেনদেন হয় ৭০৬ কোটি ৪০ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫৪ কোটি ২৪ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ২৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৪৪ লাখ টাকার। ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২২ প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৯টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৯২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৫ কোটি ১৬ লাখ টাকা।