ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। পাশাপাশি জুলাই আন্দোলনের নয় দফা ছিল অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট; যা জুলাই ঘোষণাপত্রে আসেনি। যার ফলে আমার কাছে মনে হয়েছে গতি, প্রকৃতি, কৌশলগুলো অনেকটাই অবজ্ঞা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে ২৪-এর জুলাই বিপ্লবের শহীদ রায়হান আলীর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জুলাইয়ের চেতনার ক্ষেত্রে সবাই এক আছি। তবে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আমাদের মধ্যে বিভাজন চলে আসে। তবে এই দিকটা শুধরে নিতে পারলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
তিনি বলেন, সাংবাদিককে হত্যা করা মর্মান্তিক এবং দুঃখজনক। সরকারের কাছে অনুরোধ থাকবে, জড়িতদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করবে।