বরিশালে এ বছর বর্ষা মৌসুমে গত বছরের চেয়ে প্রায় চার গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। জুন মাসের শুরু হওয়া বৃষ্টি পুরো জুলাই মাসজুড়ে অব্যাহত ছিল। চলতি আগস্ট মাসজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় ফসলের মাঠসহ সর্বক্ষেত্রে মানবিক বিপর্যয় ঘটছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, জুন মাস থেকে মৌসুমি বায়ুর কারণে বর্ষাকাল শুরু হয়েছে। জুন মাস থেকে মৌসুমি বায়ু খুব সক্রিয় ছিল। উত্তর বঙ্গোপসাগরে জুলাই মাসজুড়ে প্রবল সক্রিয় অবস্থায় ছিল। যার কারণে এ বছর জুলাই মাসজুড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে জুলাই মাসজুড়ে বরিশাল অঞ্চলে ৮৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছিল মাত্র ২৬৬ মিলিমিটার। গত বছরের চেয়ে এ বছর প্রায় চার গুণ বেশি বৃষ্টি হয়েছে।