আসছে আগস্ট মাসকে ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে দেশের সবগুলো বিমানবন্দর, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে। এ বিষয়ে ২৮ জুলাই রাতে এসবি থেকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়। এর পরই পুলিশের সবগুলো ইউনিটকে বিষয়টি অবিহত করা হয়েছে। একই সঙ্গে অবিহত করা হয়েছে র্যাব সদর দপ্তরকেও। বিশেষ সতর্কতার কারণ হাসিনা পতনের এক বছর পূর্তিতে পরাজিত শক্তি ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়জুড়ে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। পুলিশের বিশেষ শাখাসহ একাধিক সংস্থার প্রতিবেদনে এসব ভয়ংকর তথ্য উঠে আসার পরই নেওয়া হয়েছে এমন প্রস্তুতি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, বিভাগীয় পুলিশ কমিশনার, সিটি এসবি, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল এসপিসহ ৬৪ জেলার পুলিশ সুপারদের কাছে এই বার্তা পাঠানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিকে ঘিরে সরকারবিরোধী দল ও তথাকথিত ফ্যাসিবাদবিরোধী সামাজিক প্ল্যাটফর্মগুলো মাঠ ও অনলাইনে একযোগে সক্রিয় হয়েছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ ও ‘উচ্চঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হতে পারে। এই সময়টিতে উসকানিমূলক পোস্ট, ভিডিও ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে। তাই মাঠ পর্যায়ে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সব ইউনিট নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নজরে রাখা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নজরদারি বাড়ানো এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে হবে। একই সঙ্গে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর ও সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ব্যক্তিগত পরিবহনে তল্লাশি এবং মোবাইল পেট্রল বাড়াতে বলা হয়েছে। এ ছাড়া সাইবার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ অপপ্রচার ছড়ানো চ্যানেল, গ্রুপ ও অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের দোসররা পাচারকৃত অর্থ দেশে এনে রাজনৈতিক নৈরাজ্য তৈরির ষড়যন্ত্র করছে। দেশ-বিদেশে বসে যারা এসব অপতৎপরতা চালাচ্ছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি। তবে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বলেন, আগস্ট ঘিরে প্রস্তুতি আমদের রুটিনেরই একটি অংশ। নতুন করে কেউ যাতে নাশকতার চেষ্টা করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মাঠে না থাকলেও আওয়ামী লীগের ছাত্র-যুব নেতাদের একটি অংশ ‘ভার্চুয়াল স্কোয়াড’ গঠন করেছে। যারা ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামে গুজব ও উত্তেজনাকর কনটেন্ট ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তারা বারবার বুঝানোর চেষ্টা করছে অভ্যুত্থানের পর বর্তমান সরকার জনগণের চাহিদা পূরণ করতে পারেনি। হাসিনার আমলেই মানুষ ভালো ছিল। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের মতো এআই দিয়ে কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্র্দেশনাও এসেছে পলাতক নেতাদের কাছ থেকে। এজন্য তারা প্রচুর বিনিয়োগ করছে। সরকারের মাঝে কর্মরত ব্যক্তিদের মাঝে বিভ্রান্তি এবং তাদের নানান দুর্বলতাকে পুঁজি করে কাজ হাসিলের চেষ্টায় লিপ্ত পলাতকদের দোসররা।