কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় সারের দাম বেড়ে গেছে। অন্য দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে সরকার। আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সারের দাম নিয়ে নয়ছয় ও ডিলারের লাইসেন্সের ক্ষেত্রে যারা ঝামেলা করেছে, তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়া হবে। কৃষকদের জন্য সারের দাম নিয়ে যেন কেউ কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
কৃষি উপদেষ্টা জানান, এ বছর আলুর ন্যায্য দাম পায়নি কৃষকরা। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের (খোলা বাজারে বিক্রি) মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করা হচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে সারা দেশে ১০০ কোল্ড স্টোরেজ চালু করার কথা ভাবছে সরকার। এরপর আস্তে আস্তে সংখ্যা আরও বাড়বে। এতে কৃষকরা সেখানে সবজিটা সংরক্ষণ করতে পারবে। তারা ন্যায্যমূল্যটা পাবে একই সঙ্গে আমরা ভোক্তারাও ন্যায্যমূল্যে পণ্য পাব। উপদেষ্টা বলেন, গতবার যে পরিমাণ পিঁয়াজের দাম ছিল, এবার কিন্তু কৃষক অনেক বেশি পিঁয়াজ উৎপাদন করেছে। পিঁয়াজ উৎপাদন বেশি করায় এবার পিঁয়াজ আমদানি না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে। পিঁয়াজ সংরক্ষণ করার জন্য কৃষককে ৮ হাজার এয়ার ফ্লো দেওয়া হয়েছে। কৃষক যাতে তার বাড়িতে পিঁয়াজটা সংরক্ষণ করতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশ যারা বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা তাদের অবদানটা সেভাবে প্রকাশ করি না। দায়িত্ব নেওয়ার পর পাঁচটি জেলা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে কিছু আউশ এবং আমন ধানের ক্ষতি হয়েছিল। কৃষকরা পরিশ্রম করে আমাদের আমন ধানের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, এর চেয়ে ১৫ লাখ টন বেশি উৎপাদন হয়েছে। তারপরও চালের দাম ২-৩ টাকা বেড়ে যাচ্ছে। খাদ্যশস্যের মজুত এবার কিন্তু অন্যবারের চেয়ে বেশি। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় মেশিনারিজ ক্রয়ে অনিয়ম হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে।